ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা: ‘যুক্তির তরঙ্গে অলংকৃত হবে মুক্তির পথ উগ্রবাদমুক্ত দেশ বিনির্মাণে তারুণ্যের শপথ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো সহিংস উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অ্যান্টি টেররিজম ইউনিটি (এটিইউ) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) যৌথ আয়োজনের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং রানার্স আপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিইউ প্রধান অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত অধ্যাপক ড. মাহবুবা নাসরিন এবং অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের ৩২ টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করছে।

সমাপনী অনুষ্ঠানে এসএম রুহুল আমিন বলেন, বিতর্কের শক্তি ও উগ্রবাদের বিরুদ্ধে তারুণ্যের শক্ত অবস্থান নিতে হবে। বাংলাদেশের যে যে যার যার জায়গা থেকে কাজ করলে ২০৪১ সালের মধ্যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।

তিনি বলেন, বাংলাদেশ জঙ্গীবাদ ও উগ্রবাদ দমনে সাফল্য অর্জন করলেও এই নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, বরং আমাদের এ বিষয়টিতে সবসময়ই সতর্ক থাকতে হবে।

তিনি সহিংস উগ্রবাদ বিরোধী চেতনায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সুদৃঢ় ভূমিকা রাখার কথা বলেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউডিএস সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।

সমাপনী অনুষ্ঠানে এটিইউ'র উর্ধতন কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যম প্রতিনিধি, সাবেক ও বর্তমান বিতার্কিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১২ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
পিএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।