ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন দাপ্তরিক পদে নতুন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ নিয়োগ দিয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আইসিটি সেলের পরিচালক হিসেবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রেস প্রশাসক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম এবং ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন নিয়োগ পেয়েছেন। এই দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
আইকিউএসি’র নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের মিশন-ভিশনের আলোকে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো। এতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। ’
প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রেস অচলাবস্থায় পড়ে আছে। ফলে প্রেসের সব কাজ বাইরে থেকে করিয়ে আনতে হয়, যেটা অত্যন্ত ব্যয়বহুল। এজন্য ভিসি স্যারের সঙ্গে কথা বলে সবার সহযোগিতায় কীভাবে প্রেসকে সচল করা যায় তার কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরএ