ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

শিক্ষা

কুবি শিক্ষার্থীকে হিযবুত তাহরীর সন্দেহে তুলে নিয়ে যায় র‍্যাব, জিজ্ঞাসাবাদের পর মুক্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
কুবি শিক্ষার্থীকে হিযবুত তাহরীর সন্দেহে তুলে নিয়ে যায় র‍্যাব, জিজ্ঞাসাবাদের পর মুক্তি 

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী ও থিয়েটার, কুবির সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান রাহিমকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তুলে নিয়ে যায় র‍্যাব-১১। পরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় কোটবাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় র‍্যাব -১১।

জানা যায়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সাথে যুক্ত থাকা সন্দেহে মোহাম্মদ হান্নান রাহিমকে তুলে নিয়ে যায় র‍্যাব। পরবর্তীতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা। সেখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে জিজ্ঞাসাবাদের পর হান্নান রাহিমকে ছেড়ে দেয় পুলিশ।

এ ব্যাপারে র‍্যাব -১১ এর উপ পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, 'আমরা একটি তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে গেছিলাম কথা বলার জন্য, জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি। পর তাকে থানায় হস্তান্তর কর হয় এবং থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। '

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন, 'তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। শুধু হিযবুত তাহরীর সন্দেহে কথা বলার জন্য র‍্যাব নিয়ে এসেছিল। পরে থানায় আনা হয়। কথা বলার পর এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে। '

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।