গোপালগঞ্জ: গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে যোহরের নামাজ আদায় করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছয় দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
এরই অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। দুপুর ১২টা থেকে তারা রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে এবং নিজেরা রাস্তায় বসে মহাসড়ক অবরোধ করে রাখেন। এর মধ্যে জোহর নামাজের ওয়াক্ত হলে তারা মহাসড়কেই নামাজ আদায় করেন।
পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ২টায় তাদের অবরোধ তুলে নেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।