রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সোয়া দুই ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোর) দুপুর ১২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
তিনি বলেন, সকাল সোয়া ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত আরও ১০-১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
এদিন সকাল ৯টা থেকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধি নির্বাচন শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এসসি/এমইউএম/এএটি