ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ভোট গণনায় লাগতে পারে ১২ থেকে ১৫ ঘণ্টা: নির্বাচন কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, অক্টোবর ১৬, ২০২৫
ভোট গণনায় লাগতে পারে ১২ থেকে ১৫ ঘণ্টা: নির্বাচন কমিশনার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট গণনায় ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বলেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হবে।

ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট পৃথক বান্ডেল করা হবে। এরপর এসব বান্ডেলের ভোট গণনা হবে ওএমআর মেশিনে, যা পর্যবেক্ষণ করবেন বিশেষজ্ঞ প্যানেল।

নির্বাচন কমিশনার জানান, সব মিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।

ভোটগ্রহণের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছেছিল।

এর আগে সকালে নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। প্রথম ৩ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী ভোটগ্রহণ ছিল সন্তোষজনক।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।