ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সড়ক অবরোধ করে স্পিডব্রেকারের দাবি গণবি শিক্ষার্থীদের

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
সড়ক অবরোধ করে স্পিডব্রেকারের দাবি গণবি শিক্ষার্থীদের

বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল নামক স্থানে মহাসড়ক অবরোধ করে স্পিডব্রেকারের দাবি জানায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল নামক স্থানে মহাসড়ক অবরোধ করে স্পিডব্রেকারের দাবি জানায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে এই অবরোধ চলাকালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো গাড়ি চলাচল।

এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, গত রোববার (৪ ডিসেম্বর) বাইশ মাইলে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র সবুজ মিয়া।

বাংলাদেশ সময়: ২২০৪, ডিসেম্বর ০৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।