ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে 'সি' ইউনিটের পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন- সুজন কাজী (ভর্তি পরীক্ষার রোল নম্বর-১১১৮৩) ও সাইফুল ইসলাম (ভর্তি পরীক্ষার রোল নম্বর-১১১৮৬)।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা চলাচালে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন করিব স্থানীয় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই দুই পরীক্ষার্থী পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করে পরস্পরের উত্তরপত্রে বৃত্ত ভরাট করার অপরাধে এই পরীক্ষা থেকে তাদের প্রার্থিতা বাতিল করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশও করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।