সম্প্রতি রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতাপূর্ণ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান দখল করে ইস্টার্ন ইউনিভার্সিটির মুটিং টিম।
এ টিমের সদস্যরা হলেন- নাঈমা জান্নাত মিতু, হুমায়রা বিনতে ফারুক ও মিমলি হুসেইন মিম। প্রতিযোগিতাটির প্রধান অতিথি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে রানারআপ টিম।
জানা গেছে, মুট কোর্ট প্রতিযোগিতাটিতে সারাদেশের ১২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। তাতে খুবই উল্লেখযোগ্য স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নেয় ইস্টার্ন ইউনিভার্সিটি।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
টিএ