ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে বিভিন্ন কোটায় নির্বাচিতদের ফলাফল প্রকাশ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বাংলানিউজকে জানান, নির্বাচিতদের তালিকা ও সংশ্লিৎষ্ট তথ্যাদি ছাত্র-উপদেষ্টা দপ্তরের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে দেখা যাবে।



নির্বাচিত শিক্ষার্থীদেরকে আগামী ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় নির্বাচন বাতিল বলে গণ্য হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ