ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বহুভাষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
শাবিপ্রবিতে বহুভাষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) বহুভাষিক ম্যাগাজিন ‘সূচনা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। একইসঙ্গে এ সময় জানুয়ারি-জুন ২০২২ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারি-১ এই অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান এখন এক জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। ভাষা শিক্ষা সেই কাজটি ত্বরান্বিত করছে। নিজের অর্জিত জ্ঞানকে অন্য জাতির কাছে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম ভাষা শিক্ষা।

আইএমএল-এর ফ্রেঞ্চ ভাষার সহযোগী অধ্যাপক মো. রিয়াদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক মো. শামসুল হক প্রধান, আইএমএল এর পরিচালক অধ্যাপক মো. আলমগীর তৈমুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।