ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ

সিলেট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এই বছর পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।

 

তিনি বলেন, বোর্ডের অধীনে এক লাখ ১৬ হাজার ৪৯০ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৫ হাজার ৩৯১ জন। পাস করেছে ৯০ হাজার ৯৪৮ জন।  

বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৩১৮ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় বসে ২৩ হাজার ২৩০ জন। পাস করেছে ২১ হাজার ৭৩৭ জন। বিজ্ঞানে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ।  

মানবিক বিভাগে ৮৪ হাজার ২৭৩ জন রেজিস্ট্রেশন করে। পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ৩১৫ জন। পাস করেছে ৮১ হাজার ৪৮৩ জন। পাসের হার ৭৩ দশমিক ৮০ শতাংশ।  

ব্যবসায় শিক্ষা বিভাগে আট হাজার ৮৯৯ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় আট হাজার ৮৪৬ জন। এর মধ্যে পাস করেছে সাত হাজার ৭২৮ জন। এই বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ।  

বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৫৬৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র তিন হাজার ২৫৪ ও ছাত্রী চার হাজার ৩১১ জন।  

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৮৯৪ জন, মানবিকে ৩৮৯ ও ব্যবসায় শিক্ষায় ২৮৩ জন।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।