ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আমাদের লক্ষ্য এক ও অভিন্ন: তৈমুর ও মাসুম বিল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আমাদের লক্ষ্য এক ও অভিন্ন: তৈমুর ও মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের দুই মেয়র প্রার্থী স্বতন্ত্র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহের মুখোমুখি সাক্ষাৎ হয়। এ সময় তারা বলেন, ‘আমাদের লক্ষ্য এক ও অভিন্ন।

আমরা পরিবর্তন চাই, এই পরিবর্তনের শুরুটা হোক নারায়ণগঞ্জ থেকে’।  

বুধবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট এলাকায় ভোটারদের সঙ্গে সালাম বিনিময়ের সময়ে দুই জনের দেখা হয়।

এ সময় দুই জনের একে অপরের জন্য শুভকামনা জানান।

এর আগে ভোর থেকেই বন্দর ঘাটে অবস্থান নেন তৈমুর ও তার কিছু নেতাকর্মী। সেখানে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেন জানান তৈমুর।  

তৈমুর বলেন, ‘জোয়ার এসেছে, মানুষ পরিবর্তনের পক্ষে। এবার কোন ছাড় দেওয়া হবে না’।  

মাসুম বিল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্যটা এক ও অভিন্ন আর সেটা হচ্ছে পরিবর্তন। ইসলামের পক্ষের শক্তির বিজয় একদিন হবে। আমরা দোয়া চাই’।  

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।