ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘হার্লে কুইন’র কণ্ঠশিল্পী আরলিন আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
‘হার্লে কুইন’র কণ্ঠশিল্পী আরলিন আর নেই আরলিন সরকিন

‘হার্লে কুইন’খ্যাত মার্কিন কণ্ঠশিল্পী, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও টিভি ব্যক্তিত্ব আরলিন সরকিন মারা গেছেন। ডিসি প্রখ্যাত পরিচালক ও ডিসি কমিকসের প্রধান নির্বাহীর একজন জেমস গান এক ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করেছেন।

রোববার (২৭ আগস্ট) সকালে তার মৃত্যুর খবর প্রকাশ করে মার্কিন গণমাধ্যমগুলো। তবে ২৪ আগস্ট অভিনেত্রী মারা গেছেন বলে জানা গেছে। ৬৭ বছর বয়সী এই তারকার মৃত্যুর কারণ জানা যায়নি।

১৯৮২ সালে স্যাটারডে নাইট লাইভে ব্যাকগ্রাউন্ড অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন আরলিন। ১৯৮৭ সালে সিচুয়েশন কমেডি ‘ডুয়েট’-এ দেখা যায় তাকে। এরপর ‘ওপেন হাউস’, ‘ড্রিম অন’, ‘পেরি ম্যাসন: দ্য কেস অব দ্য কিলার কিস’সহ বেশ কয়েকটি কাজ করেন আরলিন।

১৯৯২ সালে ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’-এ হার্লে কুইন চরিত্রে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার নতুন পথচলা। বেশ কিছু কাজ করলেও তিনি ভক্তদের কাছে পরিচিত ছিলেন ‘হার্লে কুইন’ হিসেবেই।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।