ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন আতিফ, ছবিটি সম্পর্কে যা জানা গেল 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন আতিফ, ছবিটি সম্পর্কে যা জানা গেল 

ঢাকার রাস্তায় নামাজ আদায় করার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। কালো ক্যাপ ও মাস্ক পরা ওই লোকটি আতিফ আসলাম দাবি করে অনেকে শেয়ার করেন সেই ছবি ও ভিডিও।

তবে লোকটি শিল্পী আতিফ কিনা তা নিয়ে সংশয় ছিল অনেকের।

গায়ক ও সুরকার লুৎফর হাসান ছবিটি শেয়ার করে লেখেন, উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য গিয়ে মসজিদে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। আর আমাদের দেশের কতিপয় মিউজিশিয়ান ও শিল্পী রাস্তায় নামাজের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেন। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থাকতে পারে, পনেরো মিনিট নামাজের জন্য তাদের সবকিছু ফেটে যায়।

এর আগে গত ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। টানা তিন ঘণ্টা গান গেয়ে দর্শক মাতান তিনি। স্টেজে ওঠার আগে ছিলেন ঢাকার একটি পাঁচতারকা হোটেলে।  

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনও জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েন তিনি। সেখান থেকেই কেউ একজন ভিডিওটি ধারণ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওটি সত্যি আতিফ আসলামেরই।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।