ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফিচার

স্কুইডের সাবমেরিন আক্রমণ (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, অক্টোবর ২৫, ২০১৪
স্কুইডের সাবমেরিন আক্রমণ (ভিডিও)

ঢাকা: সে তুমি যেই হও, সাবমেরিন বা যুদ্ধজাহাজ যাই নিয়ে আসো না কেন, পানির তলায় আমরাই রাজা! সেকথা যেন আরেকবার মনে করিয়ে দিল সমুদ্র দানব স্কুইড।

সম্প্রতি রাশিয়া ও আলাস্কার মধ্যবর্তী বেরিং সাগর দিয়ে যাচ্ছিল একটি সাবমেরিন।

পথে দেখা হলো দশপেয়ে বিশালবপু এক স্কুইডের সঙ্গে। আর যায় কোথায়! তার অনুমতি ছাড়া এলাকায় সাবমেরিন, অতএব চালাও আক্রমণ!

তবে স্কুইডটি স্বভাবে বেশ ভালো প্রকৃতির। সাবমেরিনের চারপাশে ঘুরে একটু গুঁতোগাতা দিয়েই সে খুশি।
1_1_1
জানা যায়, গ্রিণপিস ইউএসএ মিশনের সাবমেরিন ছিল সেটি। সাবমেরিন কর্তৃপক্ষ উজ্জ্বল আলো দিয়ে স্কুইডটিকে ভয় দেখিয়ে প্রথমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এতে বেশ কাজও হয়। প্রথমে চলে গেলেও ঘুরে এসে আবার আক্রমণ চালায় সে।

দ্বিতীয় দফায় স্কুইডটি সাবমেরিনকে লক্ষ্য করে একগাদা কালি বর্ষণ করলেও, তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

স্কুইডের সাবমেরিন আক্রমণের এই ভিডিওটি আবার তারা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে মন না ভরলে বরং ভিডিও দেখে নিন।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪


  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।