ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

দিনে ২০টি ডিশ ওয়াশিং স্পঞ্জ খান এমা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
দিনে ২০টি ডিশ ওয়াশিং স্পঞ্জ খান এমা! ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ২৩ বছর বয়সী এক তরুণী রোজ ২০টি করে ডিশ ওয়াশিং স্পঞ্জ খান! শুধু কী খাওয়া, খাওয়ার সময় স্ক্রাবারে আপেল ফ্লেভারের ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে নেন।

এমা থম্পসন নামে নর্থ টাইনসাইডবাসী এ তরুণী তার ওয়াশিং স্পঞ্জ খাওয়ার অভ্যাসকে হাসিমুখে ‘গিল্টি প্লেজার’ বলে থাকেন।



তবে এ অভ্যাসের কারণে বর্তমানে তিনি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছেন। পুষ্টিমান নেই এমন খাবার খাওয়ার সঙ্গে এ রোগ জড়িত।

আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম জানায়, অসুস্থ হলেও এমা এখনও কোনো চিকিৎসা নেননি।

তবে স্পঞ্জ পেয়েই যে তিনি খাওয়া শুরু করেন ব্যাপারটি তেমন নয়। এজন্য আলাদা রেসিপি রয়েছে এমার। স্পঞ্জকে সুস্বাদু করতে সারারাত এটিকে আপেল ফ্লেভার ওয়াশিং লিকুইডে ভিজিয়ে রাখা হয়। তারপর নিংড়ে মুখে পোরেন এমা।

এমার ভাষ্য, মানুষ স্টেকের জন্য পাগল আর আমি ডিশ ওয়াশিং স্পঞ্জ খেতে পাগল। আমি বলতে গেলে আসক্ত হয়ে পড়েছি। দিনে ২০টি স্পঞ্জ না হলে চলেই না আমার।

জানান, দু’বছর আগে থেকে শুরু হয় তার স্পঞ্জ খাওয়‍ার এ অভ্যাস। অফিসের লাঞ্চবক্সেও রাখেন আপেল ফ্লেভার ডিশ ওয়াশিং স্পঞ্জ।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।