ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

পাথরে রহস্য বাড়ি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পাথরে রহস্য বাড়ি

ঢাকা: উৎসবে মাতোয়াদের জন্য বাড়িটি জম্পেশ। কাসা দো পেনেদো বা পাথরের বাড়িটি উত্তর পর্তুগালের ফেফ পর্বতে অবস্থিত।

অদ্ভুত গড়নের বাসস্থানটি বাস্তবের ‘ফ্লিন্টস্টোনস হাউস’ হিসেবে খ্যাতি কুড়িয়েছে।

পাথরের মোহনীয় বাড়িটি ঠিক যেনো ওই ‘দ্য ফ্লিন্টস্টোনস’ ক্লাসিক এনিমেশন টিভি সিরিজের প্রতিচ্ছবি। বুলেটপ্রুফ দারজা-জানালা বিশিষ্ট বাড়ির সঙ্গে আরও রয়েছে গ্রানাইট কেটে তৈরি সুইমিং পুল।


পর্বতের প্রায় দুই হাজার ছয়শো ফুট ওপরে অবস্থিত কাসা দো পেনেদোর উচ্চতা সাড়ে ১৬ ফুট। বাড়ির ভিত্তি, দেয়াল ও সিলিং তৈরিতে লেগেছে চারটি গ্রানাইট পাথর।

১৯৭২ সালে নির্মিত পাথরের বাড়িটি এক সময় এটি অবকাশকালীন আবাসস্থল হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে তা স্থানীয় জাদুঘরে রূপান্তর করা হয়। বর্তমানে এটি পর্তুগালের অন্যতম পর্যটক আকর্ষণ হিসেবে পরিচিত।


পেনেদোর একটি রহস্য এখনও রয়ে গেছে। তা হলো, এখনও জানা যায়নি বাড়ির আসল মালিক কেন বুলেট প্রুফ দরজা-জানালা বানিয়েছিলেন।

সময় বদলে গেলেও বিদ্যুতের কোনো ব্যবস্থা করা হয়নি এ বাড়িতে। তবে উষ্ণতা দিতে ফায়ারপ্লেসের ব্যবস্থা রয়েছে।  


বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত বাড়িটিতে রয়েছে পেনেদোর ঐতিহাসিক ছবি ও ধ্বংসাবশেষের সংগ্রহ।

শুরুতেই ফ্লিন্টস্টোন হাউজের কথা বলা হয়েছিলো। দ্য ফ্লিন্টস্টোনস একটি আমেরিকান কার্টুন যা ১৯৬০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত চলেছিলো। এই কার্টুনে কাসা দো পেনেদোর মতোই একটা বাড়ি ছিলো।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।