ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

বেড়ালের আজব চেহারা!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বেড়ালের আজব চেহারা!

‘বেড়ালের ভাগ্য’ বুঝি একেই বলে! নইলে কি বেড়ালের মতো পুচকে একটা প্রাণি রাতারাতি এভাবে দুনিয়া কাঁপায়? মানুষ সেলিব্রেটিদেরও সে এখন পিছে ফেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে তাবড় তাবড় সেলিব্রেটিদের চেয়েও ঢের বেশি লাইক পাচ্ছে সে।



এরই মধ্যে সে কতো লাইক জানেন? শত শত বা হাজার হাজার হাজার লাইক নয়, এরই মধ্যে ফেসবুকে ভেনাস নামের এই আদুরে বেড়ালের ছবিতে লাইক পড়েছে ১০ লাখের কাছাকাছি। আর ইনস্টাগ্রামে ওর ফলোয়ার বা অনুসারী জুটেছে ৬৭৩,০০০ জন। সব মিলিয়ে ভেনাসকে নিয়ে ইন্টারনেট জগতে পড়ে গেছে ধুন্ধুমার হইচই।

এতো এতো লাইক পাওয়া আর লাখে লাখে ফলোয়ার জোটার  পেছনে কারণ একটাই---ওর অদ্ভুত চেহারা। এমন চেহারা যা দুনিয়ার আর কোনো বেড়ালের নেই। ওর মুখমণ্ডলটির দুই পাশের রঙ দুই রকম। এক পাশের রঙ কালো আর অন্য পাশের রঙ কমলা। ভেনাসের বয়স পাঁচ বছর। ওকে নিয়ে সংবাদমাধ্যমে যতো খবর ছাপা হয়েছে, সেগুলোরই একটির শিরোনাম: ‘Meet Venus, the two faced cat and internet sensation’

লিংক: http://www.independent.co.uk/news/world/americas/meet-venus-the-two-faced-cat-who-is-an-internet-success-a6770761.html

ভেনাসের এই আজব চেহারাটা আসল কিনা এ নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছে অনেকে। কেউ কেউ বলছে, রঙ করা হয়েছে বলেই বেড়ালেরর ওমনধারা চেহারা। অবশ্য এসব সংশয়বাদীদের জবাব ভেনাসকে নিয়ে খোলা ওয়েবসাইটে ভেনাসের নিজের জবানিতেই (ওর মালিক ভেনাসের হয়ে জবাবটা পোস্ট করেছেন) দেওয়া হয়েছে: ‘‘"I’m 100 per cent natural. No makeup at all. Not even eyeliner.’’

ভেনাসের মালিক আর মালকিন ক্রিস্টিয়ানা ও ক্রিস। তারা ওকে ২০০৯ সাল থেকে লালন পালন করছেন। আর হ্যাঁ, ভেনাসের দেশ যুক্তরাষ্ট্র। তারা থাকে নর্থ ক্যারোলাইনায়।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।