ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

কিংসলেকে বাদ দিয়ে সাফের চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
কিংসলেকে বাদ দিয়ে সাফের চূড়ান্ত দল ঘোষণা

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে। আবাহনী লিমিটেডের হয়ে ৯ গোল করে শীর্ষে আছেন তিনি।

কিন্তু তাকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আজ ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ হাভিয়ের কাবরেরা। যেখানে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান শ্রাবণ, টুটুল হোসেন বাদশাহ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইমন ও এলিটা কিংসলে।  

কম্বোডিয়ার বিপক্ষে খেলতে আগামীকাল ঢাকা ছাড়বেন কাবরেরা শিষ্যরা। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুন কম্বোডিয়ার ফেনম পেন অলিম্পিক স্টেডিয়ামে। এর পরের দিনই ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।

সাফে এবার কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী লেবানন, বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ ও ভুটান। ২১ জুন থেকে টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ২২ জুন। প্রথম ম্যাচেই লেবাননের মুখোমুখি হবেন জামাল-তপুরা। ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভুটান।  


সাফে বাংলাদেশ দল
গোলরক্ষক:
আনিসুর রহমান জিকো, শহীদুল ইসলাম সোহেল, মিতুল মার্মা।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদী হাসান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহীম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।