ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেশি ক্লাবগুলোতে বাড়ছে বিদেশি কোটা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
দেশি ক্লাবগুলোতে বাড়ছে বিদেশি কোটা

২০২২-২৩ মৌসুম শেষ হয়েছে কিছুদিন আগেই। আজ বাফুফে ভবনে প্রফেশনাল লিগ কমিটির সভা আয়োজিত হয়েছে।

সভায় নতুন মৌসুমের সূচি, দলবদল এবং বিদেশি ফুটবলারের দলভুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়েছে।

আগামীকাল থেকে শুরু হবে দলবদল। ১৮ অক্টোবর পর্যন্ত দেশি-বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারবে ক্লাবগুলো। সদ্য সমাপ্ত মৌসুমে পাঁচ জন রেজিষ্ট্রেশন ও চারজন খেলতে পারতেন। আসন্ন মৌসুমে রেজিষ্ট্রেশনের সুযোগ বাড়ছে।  

বিদেশি কোটা ও খেলা সংক্রান্ত বিষয়ে লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘ছয় জন রেজিষ্ট্রেশন এবং চার জন মাঠে খেলতে পারবে। চারজন একাদশে থাকলে এর পরিবর্তে আর কাউকে নামানো যাবে না। ছয় জনের মধ্যে একজন এশিয়ান কোটা। ’ এএফসি কাপে বিদেশি কোটার সংখ্যা বেশি হওয়ায় বাফুফেও সেই পথে হাটছে৷   

২৭ অক্টোবর স্বাধীনতা কাপ দিয়ে আসন্ন মৌসুম শুরু হবে। স্বাধীনতা কাপে দলসংখ্যা নিয়ে মানিক বলেন, ‘১৪ দল নিয়ে হবে স্বাধীনতা কাপ। বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলোকে খেলার আমন্ত্রণ জানানো হবে। বাছাই খেলে তারা খেলার সুযোগ পাবে। ’ 

সমাপ্ত মৌসুমের মতো শুক্রবার-শনিবার লিগ আর মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা। টুর্নামেন্টের ক্ষেত্রে বসুন্ধরা কিংসের ভেন্যু এবার যোগ হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।