ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপ: সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, সেপ্টেম্বর ২২, ২০২৫
সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপ: সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ক্রিকেট মাঠের উত্তেজনা এবার ছড়িয়েছে ফুটবলেও। দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে।

মর্যাদার সেই লড়াইয়ে ভারত জয় তুলে নেয় ৩–২ গোলে।

ফলাফলটা পাকিস্তানের জন্য হতাশার হলেও এর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণে। গ্রুপ ‘বি’তে রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আর সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ–পাকিস্তান সেমিফাইনাল। একই দিনে রাত সাড়ে ৭টায় টুর্নামেন্টের অপর সেমিফাইনালে খেলবে ভারত ও নেপাল।

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে পাকিস্তান। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

২৭ সেপ্টেম্বর ফাইনালে নির্ধারিত হবে এবারের সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের নতুন রাজা, যাকে বলা হবে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলের সম্রাট।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।