ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ইসরায়েলকে ইউরোপিয়ান ফুটবল থেকে বহিষ্কারের পথে উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, সেপ্টেম্বর ২২, ২০২৫
ইসরায়েলকে ইউরোপিয়ান ফুটবল থেকে বহিষ্কারের পথে উয়েফা সংগৃহীত ছবি

গাজায় গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলকে সব ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার বিষয়ে ভোট গ্রহণ করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মঙ্গলবার এ নিয়ে নির্বাহী কমিটির বৈঠক বসবে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২।

ভোটে বহিষ্কার প্রস্তাব গৃহীত হলে ইসরায়েল জাতীয় দলকে ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি মাকাবি তেল আবিবের মতো ক্লাবগুলোও ইউরোপা লিগে খেলতে পারবে না।

খবরে বলা হয়েছে, উয়েফাকে ভোটে যেতে বাধ্য করার জন্য তীব্র প্রচারণা চালাচ্ছে কাতার, যারা সংস্থাটির বড় আর্থিক সহযোগী। অন্যদিকে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশন ভোট আটকাতে জোর লবিং চালাচ্ছে। তবুও বেশিরভাগ সদস্য রাষ্ট্র ইসরায়েলকে বহিষ্কারের পক্ষে বলে জানা গেছে।

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শত শত ক্রীড়াবিদ ও ফুটবলারও আছেন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, অন্তত ৪১২ ফুটবলার নিহত হয়েছেন, আর ধ্বংস হয়েছে গাজার ৯০ শতাংশ ক্রীড়া অবকাঠামো।

এর আগে উয়েফা সুপার কাপ ফাইনালে ‘শিশু ও সাধারণ মানুষ হত্যা বন্ধ করো’ লেখা ব্যানার প্রদর্শন করেছিল। তবে ইসরায়েল নিষিদ্ধ না করার সিদ্ধান্তে প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন যুক্তি দেন, খেলোয়াড়দের সরকারী কর্মকাণ্ডের জন্য দায়ী করা উচিত নয়।

অনেকে বলছেন, ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকে যেমন তিন বছরের জন্য ইউরোপিয়ান ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছিল, ইসরায়েলকেও একই নিয়মে নিষিদ্ধ করা উচিত। কিংবদন্তি এরিক ক্যান্টোনাও এর পক্ষে অবস্থান নিয়েছেন।

ইতালি ও স্পেনসহ একাধিক দেশ ইসরায়েলের বিপক্ষে খেলতে অনীহা জানিয়েছে। #GameOverIsrael হ্যাশট্যাগে অনেক ফুটবল ভক্ত ও সংগঠন নিজেদের দেশের ফুটবল ফেডারেশনকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানাচ্ছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।