ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নকে ছেড়ে ‘কষ্ট’ পেয়েছেন মানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
বায়ার্নকে ছেড়ে ‘কষ্ট’ পেয়েছেন মানে

লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার এক বছর পূর্ণ হতেই সৌদি ক্লাব আল নাসরে যোগ দিতে হয়েছে সাদিও মানেকে। খুব বেশি সময় না কাটালেও বুন্দেসলিগার ক্লাবটি থেকে বিদায় নিয়ে কষ্ট পেয়েছেন সেনেগালের এই ফরোয়ার্ড।

 

অল রেডসদের হয়ে দারুণ ফর্মে ছিলেন মানে। দলটির হয়ে জিতেছেন বেশ কয়েকটি শিরোপাও। কিন্তু ফর্মে থাকতেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে তাকে বিক্রি করে দেয় তারা। পরে বুন্দেসলিগায় এসে তেমন ভালো ফর্ম দেখাতে পারেননি সেনেগালিজ এই ফরোয়ার্ড। ৩৮ ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ১২ গোল।  

শুধু যে ফর্মে ছিলেন না তা নয়। বরং জামেলায়ও জড়িয়েছেন তিনি। আরেক ফরোয়ার্ড লিরয় সানের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে শাস্তিও পেয়েছিলেন। এতকিছুর পরও শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে ক্লাব। আগামী মৌসুম থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলবেন তিনি। তবে বায়ার্ন ছেড়ে যে কষ্ট পেয়েছেন সেটি লুকোতে ভুলেননি মানে।  

জার্মানির ‘স্কাই স্পোর্টসকে’ তিনি বলেন, ‘এফসি বায়ার্ন থেকে বিদায় নেওয়াটা কষ্টের। আমি এভাবে বিদায় নিতে চাইনি। আমি জানি আমি ক্লাবটির হয়ে এই মৌসুমে ভালো করতে পারতাম। আমি এই মৌসুমে সবাইকে সেটির প্রমাণ দিতাম। যাই হোক, ক্লাব এবং সমর্থক সবার জন্য শুভকামনা। ’

ইতোমধ্যে দুবাইতে মেডিক্যাল সম্পন্ন হয়েছে মানের। আগামী মঙ্গলবারের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর করে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়া সম্পন্ন করার কথা রয়েছে এই ফরোয়ার্ডের।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।