ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবু নাঈম সোহাগকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
আবু নাঈম সোহাগকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে গত ১৪ এপ্রিল দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। এরপর গত ৩ মে দুদকে বাফুফের বিরুদ্ধে তদন্তের আবেদন করেন ব্যারিস্টার সুমন।

সেই আবেদন আমলে নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারই ধারাবাহিকতায় আজ দুদক কার্যালয়ে এসেছিলেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ।

আজ (৮ আগস্ট) মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা সোয়া ১১টায় সোহাগকে জিজ্ঞাসাবাদ করছেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মো. ইয়াছির আরাফাত । জিজ্ঞাসাবাদ শেষে সোহাগ বলেন, ‘এখানে স্বীকার অস্বীকারের কিছু নাই। এখানে বিষয়টা হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। সেই কাজটাই আমি করতেছি। আমি প্রেঅ্যাক্টিভলি এসেছি তাদের সঙ্গে কথা বলেছি। আবার প্রয়োজন হলে আসবো, কথা বলবো। ’

আর্থিক দুর্নীতির কথা মানতে নারাজ সোহাগ। তার বিরুদ্ধে ফিফার অভিযোগ নিয়ে ইতোমধ্যেই উচ্চ ক্রীড়া আদলতে আপিল করেছেন তিনি। সোহাগ বলেন, ‘ফিফা এবং বাফুফে কেউই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়নি। নৈতিকতার কিছু বিষয়ে তাদের অভিযোগ ছিল। সেই বিষয়ে আমি কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করেছি। সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আমার আইনজীবিরা এটা নিয়ে কাজ করছে। সময়ই সব বলে দেবে। আমার এর বেশি কিছু বলার অনুমতি নেই এখন। ’ 

ফুটবলের বাইরে থাকলেও নিয়মিতই ফুটবলের খবর রাখেন সাবেক বাফুফে সাধারণ সম্পাদক। ফুটবলের সাফল্য এখনো তার মধ্যে আনন্দের খোরাক জোগায় বলে জানিয়েছেন তিনি। দীর্ঘসময় বাফুফেতে কাজ করার পর আজীবন নিষেধাজ্ঞা পেতে হলো। এই নিয়ে দুঃখ লাগে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনো ফুটবল দেখি। দল যখন ভালো করে তখন ভালো লাগে। তবে আমার ব্যক্তিগত আক্ষেপ-পাওয়া না পাওয়া এগুলো নিয়ে এখন কথা বলতে চাই না। সময় আসবে। ’

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।