ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানসিটি থেকে ধারে বার্সেলোনায় যাচ্ছেন কানসেলো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
ম্যানসিটি থেকে ধারে বার্সেলোনায় যাচ্ছেন কানসেলো

রক্ষণের দুর্বলতা কাটাতে একজন অভিজ্ঞ ডিফেন্ডার খুঁজছিল বার্সেলোনা। কিন্তু বিপুল পরিমাণ অর্থ খরচ করে কাউকে আনার মতো অবস্থায় নেই কাতালান জায়ান্টরা।

তবে সেই সমস্যার আপাতত সমাধান পেয়ে গেল তারা।  

ম্যানচেস্টার সিটি থেকে ধারে পর্তুগিজ তারকা হুয়াও কানসেলোকে ধারে আনছে বার্সা। এরইমধ্যে দুই পক্ষ চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। পরের মৌসুমে স্থায়ীভাবে কিনে নেওয়ার শর্তও থাকছে চুক্তিতে। তবে আর্থিক লেনদেনের ব্যাপারটি এখনও খোলাসা করা হয়নি। এমনটাই জানিয়েছেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

২৯ বছর বয়সী কানসেলোর দিকে আরও আগে থেকেই নজর ছিল বার্সার। কিন্তু গত জানুয়ারিতে তাকে পাঠাতে রাজি হয়নি সিটি। ওই অবস্থায় বায়ার্ন মিউনিখে পাড়ি জমানোর চেষ্টায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর জাতীয় দলের সতীর্থ। কিন্তু স্থায়ী চুক্তিতে রাজি ছিল না জার্মান জায়ান্টরা। ফলে সেবারের মতো ইতিহাদ স্টেডিয়ামে ফিরে যান কানসেলো। এর বাইরে আর্সেনালের সঙ্গেও আলোচনা চলেছে দীর্ঘদিন ধরে।

কানসেলোর সঙ্গে সিটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। কিন্তু ক্লাবের ট্রেবলজয়ী প্রধান কোচ পেপ গার্দিওলার দলে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। একাদশে জায়গা হারানোর পর থেকেই নতুন ক্লাব খুঁজছিলেন কানসেলো। অবশেষে তার পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে বার্সেলোনা। আগামী রোববার ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে জাভি হার্নান্দেসের দল। এই ম্যাচ দিয়েই বার্সায় কানসেলোর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।