ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে বার্সা-রিয়াল-সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে বার্সা-রিয়াল-সিটি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের এবারের ড্রয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একইভাবে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে।

আজ মোনাকোতে অনুষ্ঠিত হয় ২০২৩-২৪ আসরের গ্রুপ পর্বের ড্র। যেখানে কঠিন গ্রুপ ‘এফ’এ ফরাসি জায়ান্ট পিএসজি মোকাবেলা করতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেডকে। এছাড়া গ্রুপ ‘এ’তে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখকে।

একনজরে গ্রুপপর্বের ড্র:

  • গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই
  • গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, লঁস
  • গ্রুপ সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
  • গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, সালসবুর্ক, রিয়াল সোসিয়েদাদ।  
  • গ্রুপ ই: ফেইনুর্ড, আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, সেল্টিক
  • গ্রুপ এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড
  • গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ
  • গ্রুপ এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়াল আন্টওয়ের্প

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।