ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না কিংস কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ১৪, ২০২৪
ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না কিংস কোচ

ইতোমধ্যেই স্বাধীনতা কাপ এবং প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। এবার তাদের সামনে ট্রেবল জয়ের হাতছানি।

ফেডারেশন কাপের ফাইনালে নিশ্চিত করেছে তারা। যেখানে তাদের বাধা মোহামেডান। কিন্তু ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন।  

আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে কিংস। আসরের ফাইনালে তাদের প্রতিপক্ষ মোহামেডান। স্বাধীনতা কাপেও মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতেছে কিংস। গত শনিবার (১১ মে) সাদা-কালোদের হারিয়েই শিরোপা নিশ্চিত হয়েছে তাদের। ফাইনালেও একই প্রতিপক্ষের বিপক্ষেই লড়তে হবে। তবে কিংস কোচ অস্কার ব্রুজোনের লক্ষ্য এবার ঘরোয়া ট্রেবল জয় করা। তিনি বলেন, 'ফেডারশন কাপের সেমিফাইনালে) ছেলেরা ভালো খেলেছে। সামনে বড় ম্যাচ (ফেডারশন কাপের ফাইনাল)। আমারা নিজেদের সেরাটা দিয়ে খেলার জন্যই প্রস্তুত হচ্ছি। '

আজ আবাহনীর বিপক্ষে সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের স্কোরলাইন আরও বড় হতে পারতো কিংসের। এ নিয়ে অবশ্য কোনও আফসোস নেই অস্কারের বলেন, 'বাংলাদেশেই আমার এই ধরনের প্রশ্নের সম্মুখিন হতে হয়। আমি স্কোরলাইন নিয়ে ভাবি না। ম্যাচে আসলে ফলাফলাটাই আসল। কত ব্যবধানে জিতলাম সেটা বড় বিষয় নয়। ম্যাচে আমাদের দলগত পারফরম্যান্স ভালো ছিল এটাই মূল বিষয়। '

ঘরোয়া ফুটবলে এখনো ট্রেবল জয় করতে পারেনি কিংস। এবার এই সুযোগ হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের কোচ। তিনি বলেন, 'আমাদের সামনে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে এটা আমরা  কাজে লাগাতে চাই। আমরা এটার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। সব দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা আমাদের রয়েছে। আগামী ম্যাচেও আমরা ভালো ফলের ব্যাপারে আশাবাদী। '

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।