ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ উন্নতি করছে, জানালেন অস্ট্রেলিয়ার কোচ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ৬, ২০২৪
বাংলাদেশ উন্নতি করছে, জানালেন অস্ট্রেলিয়ার কোচ 

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে রুখে দেওয়ার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই পরিকল্পনায় অবশ্য সফল হয়নি।

তবে হারের ব্যবধানটা কমিয়েছে। প্রথম লেগে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারা বাংলাদেশ দ্বিতীয় লেগে হজম করেছে মাত্র দুই গোল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও বাংলাদেশের খেলায় ছিল উন্নতির  ছাপ। এমনটাই বলেছেন  অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আরনল্ড।

তিনি বলেন, 'পুরো কৃতিত্ব আমরা বাংলাদেশকে দিতে চাই। তারা এ ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছে। তারা চেষ্টা করেছে। নিজেদের সবকিছু দিয়ে লড়েছে। আমরা জানতাম যে, ম্যাচটা কঠিন হবে। ' 

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার প্রশংসা করে আরনল্ড বলেছেন, ‘আমরা আরও বেশি ব্যবধানে জিততে পারতাম। কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। এর জন্য কোচকে কৃতিত্ব দিতে হবে। আমি মনে করি তাদের খুবই ভালো একজন কোচ আছে, যিনি অসাধারণ কাজ করেছেন।  বাংলাদেশের খেলোয়াড়রা আমাদের জন্য গোল করাটা কঠিন করে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ৬, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।