ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

ফুটবল

সিটিতেই থাকছেন ডি ব্রুইনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, জুলাই ২৩, ২০২৪
সিটিতেই থাকছেন ডি ব্রুইনা

নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইউরোপিয়ান ক্লাবগুলো। এর মধ্যে চলছে দলবদলের আমেজ।

গুঞ্জন আছে, সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। তবে কোচ পেপ গার্দিওলা উড়িয়ে দিলেন সেই গুঞ্জন। যদিও ডি ব্রুইনা নিজ থেকে এখনো কিছু জানাননি।

সিটির সঙ্গে এখনো এক বছরের চুক্তি রয়েছে ডি ব্রুইনার। দলটির অন্যতম সেরা তারকা তিনি। সিটিকে গত টানা চতুর্থ মৌসুমে লিগ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সবমিলিয়ে আকাশী-নীল জার্সি গায়ে ছয়বার শিরোপা জিতেছেন এই মিডফিল্ডার। পেয়েছেন ট্রেবল জয়ের স্বাদও।  তবে সৌদি প্রো লিগ থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেলে বিষয়টি নিয়ে ভাববেন বলে গত মাসে জানিয়েছেন তিনি।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে সেল্টিকের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ডি ব্রুইনাকে নিয়ে গার্দিওলা বলেন, 'কেভিন চলে যাচ্ছে না। ' 

ডি ব্রুইনা থাকলেও সিটি ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনের। তার প্রতিও আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের একটি ক্লাব। গার্দিওলা বলেন, 'আমি জানি না, দলবদলের বাজারে কী হবে। যদি কেউ চলে যায় তাহলে আমরা সেটা নিয়ে কথা বলব। অবশ্যই দলবদলের শেষ দিন পর্যন্ত সুযোগ আছে আমাদের। '

'বিকল্প হিসেবে নতুন খেলোয়াড় কেনার সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে আমি মনে করি, আমাদের একই স্কোয়াড থাকার সম্ভাবনা ৮৫-৯৫ শতাংশ। '

আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। তবে সিটি মৌসুম শুরু করবে ১৮ আগস্ট চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ সময় : ২২৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৪

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।