ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আজ ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
আজ ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

মেয়েদের সাফে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

আগামী অক্টোবর-সেপ্টেম্বরে সাফের এই শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ। তার আগে ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি মাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। আজ ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে জয়ের প্রত্যাশা জানিয়েছেন দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার। নারী দলের সঙ্গে এটাই প্রথম পরীক্ষা বাটলারের।

এইচএসসি পরীক্ষার জন্য খেলতে পারছেন না তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়রসহ আরও কয়েকজন। নেই কৃষ্ণা রানীও। তাই নতুন কয়েকজন খেলোয়াড় নিয়ে ভুটান যাবে নারী দল। নতুনদের মধ্যে অন্যতম সাগরিকা।

তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচের সুযোগ পাওয়ায় খুশি অধিনায়ক সাবিনা খাতুন। আগামী ২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভুটানের বিপক্ষে এই মাসের ১১ ও ১৪ জুলাই দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় যাওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।