ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

যুক্তরাষ্ট্রের কোচ হলেন পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, সেপ্টেম্বর ১১, ২০২৪
যুক্তরাষ্ট্রের কোচ হলেন পচেত্তিনো

মেসি-নেইমার-এমবাপ্পেদের সাবেক গুরু মাওরিসিও পচেত্তিনোকে হেড কোচ হিসেবে নিয়োগ দিল যুক্তরাষ্ট্র।  

গতকাল এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইউএসএ ফুটবল।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে থাকবেন ৫২ বছর বয়সী পচেত্তিনো। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

২০২৪ কোপা আমেরিকায় ব্যর্থতার জেরে হেড কোচ গ্রেগ বারহাল্টারকে বরখাস্ত করেছিল যুক্তরাষ্ট্র। তার জায়গায় আসছেন পচেত্তিনো। গত মে মাসে চেলসি ছেড়ে আসার পর থেকে বসেই ছিলেন তিনি। তার অধীনে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল চেলসি। যা কারণে সরিয়ে দেওয়া হয় তাকে।

কোচ হিসেবে পচেত্তিনোর অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০০৯ সাল থেকে কোচিং করাচ্ছেন তিনি। দায়িত্ব সামলেছেন পিএসজি, টটেনহাম এবং সাউদ্যাম্পটনের মতো ক্লাবের। পিএসজিতে তার অধীনে খেলেছেন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। যদিও চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় পিএসজি ছাড়তে হয় আর্জেন্টিনার জার্সিতে ২০ ম্যাচ খেলা এই সাবেক ফুটবলারকে। এবার পুরোপুরি ভিন্ন এক মহাদেশে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে ছুটছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।