ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।

আজ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন শফিক রহমান। বাংলাদেশের বয়স ভিত্তিক এই দলে রয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী ফরোয়ার্ড আরহাম। গত ম্যাচের মতো এই ম্যাচেও তাকে নিয়ে বেশি ব্যতিব্যস্ত ছিল প্রতিপক্ষের ডিফেন্স লাইন। ১৭ মিনিটে বক্সের সামনে আরহামকে ফাউল করলে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। সেখান থেকে শফিক রহমান দুর্দান্ত শটে বল জালে পাঠান।

এর আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কম্বোডিয়া ম্যাচের ৬৫ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে। সেই দলের বিপক্ষে অসংখ্য সুযোগ পেয়েও বাংলাদেশ গোল করতে পারেনি। উল্টো শেষ মুহূর্তে গোল হজম করে হেরে মাঠ ছাড়তে হয়েছে। তবে আজ এগিয়ে গিয়ে ব্যবধান ধরে রেখেই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।