ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ভুটানকে শক্ত প্রতিপক্ষ মানছেন মারিয়া মান্ডা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ভুটানকে শক্ত প্রতিপক্ষ মানছেন মারিয়া মান্ডা

সাফের শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আগামীকাল নেপালের দশরথ রঙ্গশালা রঙ্গশাল স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

আগের সাফে ভুটানকে বড় ব্যবধানে হারালেও এই সাফে ভুটানের বিপক্ষে লড়াইটা কঠিন মানছেন মারিয়া মান্ডা।

ভুটান আগের চেয়ে নিজেদের খেলায় অনেক উন্নতি করেছে বলে মনে করেন মারিয়া। এবার তারা কঠিন প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমান করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের এই মিডফিল্ডার। তিনি বলেন, ‌‘আগের যে ভুটানের বিপক্ষে খেলেছি, আর এখনকার যে ভুটান তার মধ্যে অনেক পার্থক্য। তারা খেলায় অনেক উন্নতি করেছে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। যেহেতু কালকে তাদের সঙ্গে আমাদের সেমিফাইনাল, আমরা সেরাটাই খেলবো। ’

‘আট গোল নিয়ে ভুটানকে দুর্বল ভাবা যাবে না, আগে ৮টা গোল দিয়েছি বলে যে এখন দিতে পারব সেই চিন্তা নিযে মাঠে নামা উচিত না। আমরা তাদের কোনো গোল দেইনি, গোল দিতে হবে এটা মাথায় নিয়ে মাঠে নামব। তারা অনেক শক্তিশাল টিম এটা ভেবেই আমরা তাদের মোকাবেলা করবো। ’
  
সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে এসেছে দুঃসংবাদ। দলের সঙ্গে অনুশীলন করেননি অধিনায়ক এবং সবচাইতে অভিজ্ঞ ফুটবলার সাবিনা খাতুন। যদিও মারিয়া জানিয়েছেন দলের সকলেই সুস্থ আছেন। তবে সূত্রের খবর শারিরিক ভাবে অসুস্থ সাবিনা। মারিয়া বলেন, ‌‌‘আজকে আপু আসে নাই। কিন্তু সবাই সুস্থ আছে। সবাই মাঠে নামার জন্য প্রস্তুত। ’

প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের বিষয়ে আশাবাদী মারিয়া। তিনি বলেন, ‌‘ওরা অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। আমরা সেটা খেলতে পারি নাই। তবে আমরা যখন ক্লাব লিগ খেলতে গিয়েছি (ভুটানে) আমরা জানি তারা কতটা উন্নতি করেছে। আপনারা জানেন তাদের গোলকিপার ভালো করছে। সব দিক থেকেই তারা খুব স্ট্রং। তবে আমরা জয়ের বিষয়ে আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।