ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের সহসভাপতি হলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
বাফুফের সহসভাপতি হলেন যারা

বাফুফে নির্বাচন শেষে নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আগেই বিনা-প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ইমরুল হাসান।

চার সহ-সভাপতি হয়েছেন নাসের শাহরিয়ার জামান জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম চৌধুরী।  
 
সহসভাপতি পদে লড়াই করেছেন ছয়জন। এর মধ্যে বাদ পড়েছেন ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক ও সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বির। মানিক ৪২ ও সাব্বিরের কপালে জুটেছে ৬৬ ভোট।

এই লড়াইয়ে সর্বোচ্চ ১১৫ ভোট পেয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী। ১০৮ ভোট পেয়েছেন ওয়াহিদ উদ্দিন। সাব্বির আহমেদ আরেফ ৯০ ও ফাহাদ করিম পেয়েছেন ৮৭ ভোট।

এদিকে সদস্য পদের ভোটগণনা এখনো চলছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএইচএস/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।