ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাবেক কোচের হস্তক্ষেপে বিরক্ত বাটলার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
সাবেক কোচের হস্তক্ষেপে বিরক্ত বাটলার

আগামীকাল নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান।

শিরোপা ধরে রাখার মিশনে বিতর্ক তৈরি হয়েছে দলের ঐক্য নিয়ে। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কোচের মনোমালিন্য প্রকাশ্যে এসেছে। এসবের জন্য দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে অনেকটাই দায়ী করেছেন বর্তমান কোচ পিটার বাটলার।

গোলাম রব্বানী ছোটনের অধীনেই সাফ শিরোপা জিতেছিল ছোটন। শিরোপা জয়ের পর দলের দায়িত্ব ছাড়েন তিনি। এখনো দলে তার হস্তক্ষেপ আছে বলে মনে করেন বাটলার। তিনি বলেন, ‘আমরা উন্নতি করছি। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে মনোযোগ ধরে রাখা, যেটা কঠিন। আমি এটা নিয়ে আজ বলব। কঠিন, কেননা যারা বাফুফের সঙ্গে সম্পৃক্ত, সাবেক কোচেরা, তারা (দলকে) বিরক্ত ও প্ররোচিত করার চেষ্টা করছে। মেয়েদেরকে পুরোপুরি অসত্য তথ্য দিচ্ছে। আমি মনে করি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ’

‘আমি জানি না, তাদের মধ্যে নিরাপত্তাহীনতাবোধ বা ঈর্ষাবোধ আছে কিনা। আমি মনে করি, এমন পরিস্থিতিতে একটা দল গোছানোর চেষ্টা করা কঠিন। যেখানে একটা টুর্নামেন্টে আমরা ফাইনাল খেলার দিকে আছি, এমন সময় এটা করা ঠিক না। একেবারেই অপেশাদার বিষয় এটি। ’ যোগ করেন তিনি।

ভুটানের বিপক্ষে ম্যাচটা কঠিন হতে চলেছে বলে মনে করেন বাটলার। তিনি বলেন, ‘সবাই জানে খেলায় কতটা উন্নতি করেছে ভুটান। তাদেরকে সমীহ করতে হবে। মনে রাখতে হবে তারাও সেমিফাইনালিস্ট। তাদের প্রাপ্র সম্মানটুকু আমাদের দিতে হবে। তবে কেবল টেকনিক্যালি কিংবা ট্যাকটিক্যালি দিক থেকেই নয়, আমরা দুই দিক থেকেই উন্নতি করেছি। ’

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।