ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সাবিনাকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
সাবিনাকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ

সাত চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল।

ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।  

চোটের কারণে আগের ম্যাচে গোলদাতা শামসুন্নাহার জুনিয়র নেই। তার জায়গায় সাগরিকা শুরু থেকে খেলবেন। এছাড়া অন্যরা আগের ম্যাচে খেলেছেন। ম্যাচের আগে সাবিনার অসুস্থতার কথা শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছিল, আজ মাঠের বাইরে থাকতে হতে পরে বাংলাদেশের অধিনায়ককে। তবে তিনিও আছেন মূল একাদশে।

ভুটানের সঙ্গে এ পর্যন্ত ৬ বার দেখা হয়েছে বাংলাদেশের। প্রতিবারই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সাফেই দেখা হয়েছে ৪ বার। বাকি দুটি ম্যাচ ছিল ফিফা ফ্রেন্ডলি। আজও জয় নিয়ে সাফের ফাইনালে নাম লেখানোর প্রত্যাশায় মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, মাসুরা পারভিন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও মোছাম্মৎ সাগরিকা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।