ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

টেন হাগকে বরখাস্ত করল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
টেন হাগকে বরখাস্ত করল ইউনাইটেড

ওয়েস্টহ্যামের কাছে হারের একদিন পরেই কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ স্থানীয় সময় সকালে এই ডাচ কোচকে ডেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে রেড ডেভিলরা।

হাগের অবর্তমানে অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব সামলাবেন গত মৌসুমে তার সহকারী হিসেবে যোগ দেওয়া রুড ফন নিস্টলরয়।  

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর টেন হাগের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল। কিন্তু তিন মাস না যেতেই ছাড়াছাড়ি হয়ে গেল।  

প্রায় আড়াই বছর রেড ডেভিলদের দায়িত্বে ছিলেন টেন হাগ। ২০২২ সালের এপ্রিলে নিয়োগ পান তিনি। এরপর তার অধীনে ২০২৩ কারাবো কাপ এবং ২০২৪ এফএ কাপ জেতার স্বাদ পায় ইউনাইটেড।  

কিন্তু এই মৌসুমে হাগের অধীনে ক্লাবটির অবস্থা বেশ সঙ্গিন হয়ে পড়েছিল। ওয়েস্টহ্যামের কাছে ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। আর ইউরোপা লিগের টেবিলে ৩৬ দলের মধ্যে তাদের অবস্থান ২১তম। লিগে ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে তারা। প্রিমিয়ার লিগে এটাই দ্বিতীয় বাজে শুরু।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।