লজ্জার ইতিহাস গড়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গতকাল আর্জেন্টিনার বিপক্ষে তারা হেরেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।
ভালেন্সিয়ার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ। শুরুতেই আর্জেন্টিনাকে ইয়ার সুবিয়াব্রে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এচেভেরি। এরপর আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। বিরতির পর ব্রাজিলের জালে বল পাঠান অগাস্তিন রুবের্তো, এচেভেরি ও সান্তিয়াগো হিদালগো।
জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল।
আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। সেখানে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা করে নেবে চার দল। মোট ১০টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে লড়ছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে বিশ্বকাপে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
আরইউ