ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

ফুটবল

দেশে ফিরছেন বাটলার, কাল থেকে যোগ দেবেন ক্যাম্পে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
দেশে ফিরছেন বাটলার, কাল থেকে যোগ দেবেন ক্যাম্পে

গত বছর ৩১ ডিসেম্বর নারী দলের সাফ জয়ী কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। পরে তার সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছিল।

ছুটিতে থাকা কোচ আজ দেশে ফিরেছেন। আগামীকাল থেকে ক্যাম্পের সঙ্গে যোগ দেবেন তিনি।

আজ বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচ ২৬ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ম্যাচ খেলবে ২ মার্চ। দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোতে পরেছে। দ্বিতীয় ম্যাচটি ফিফা উইন্ডোতে পরেনি।  

এই বিষয়ে কিরণ বলেন, ‘আমরা ভাবলাম ফিফা উইন্ডো ফাকা যাওয়ার চাইতে অন্তত একটি ম্যাচ আমরা খেলতে পারছি এটা আমাদের র‌্যাংকিংয়ে প্রভাব রাখবে। অন্য ম্যাচটি আমরা নিজেদের প্রস্তুতি মূলক ম্যাচ হিসেবেই খেলছি। ’

‘আর বর্তমান সময়ে বিশ্বের অধিকাংশ ফেডারেশনেই তাদের নারী দলের দিকে বেশি নজর দিতে পারছে না। আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। তারা খেলতে রাজি হয়নি। অবশেষে আরব আমিরাতের সঙ্গে খেলা নিশ্চিত হয়েছে। ’

গণমাধ্যমে আজ দুপুরে কথা বলেন কিরণ। কোচের বিষয়ে তিনি বলেন, ‘নারী দলের কোচ পিটার বাটলার আজ দেশে আসছেন। বর্তমানে তিনি ট্রানজিটে রয়েছেন। রাতের মধ্যেই তিনি দেশে এসে পৌছাবেন। আগামীকাল থেকে তিনি নারী দলের কোচিংয়ের যোগ দিবেন। নিজের পরিকল্পনা তিনি আমাদের সঙ্গে জানিয়েছেন। নিয়মিতই আমাদের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।