ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

ফুটবল

আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই একই ব্যবধানে (৩-১) হারল কোচ পিটার বাটলারের দল।

গত ২৬ ফেব্রুয়ারির পর আজও ঘুরে দাঁড়াতে পারেনি অফঈদা খন্দকাররা।  

আরব আমিরাত অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে বাংলাদেশ। আরব আমিরাতকে প্রথমে এগিয়ে দেন অধিনায়ক নুফ আলাদওয়ান।  বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন আমেরিকান বংশোদ্ভূত মিয়া লিন্ডবোর্গ।

বিরতির পর ব্যবধান আরও বাড়ায় আরব আমিরাত।  জর্জিয়া গিবসনের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে যান আলিজাবেথ ফরশো। তাঁর ব্যাকপাস থেকেই তৃতীয় গোলটি করেন গিবসন। ৮১ মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ।

এর আগে একই ভেন্যুতে প্রথম ম্যাচেও ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। সান্ত্বনাসূচক গোলটি আসে দলের অধিনায়ক আফঈদা খন্দকারের কাছ থেকে।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।