লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ফাফা ও চেলো ওয়েইগান্টের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়ে মেজর লিগ সকারে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল ইন্টার মায়ামি। এই জয়ে তারা এখন শীর্ষে থাকা কলম্বাস ক্রুর থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে, তাও আবার একটি ম্যাচ কম খেলে।
কঠিন শুরু, দারুণ প্রত্যাবর্তন
নিউইয়র্কের মাঠে ম্যাচের শুরুটা সহজ ছিল না ‘লাস গারসাস’ খ্যাত ইন্টার মায়ামির জন্য। তবে প্রথমার্ধে চেলো ওয়েইগান্টের ডানদিক থেকে বাড়ানো ক্রসে সামনে থাকা লুইস সুয়ারেজ হালকা এক টোকায় বল বাড়িয়ে দেন ফার পোস্টে, যেখানে ফাফা একা পেয়ে বল জালে পাঠান। গোলটি শুধু দলকে এগিয়ে দেয়নি, বরং তাদের আত্মবিশ্বাসেও জোগায় বড় রকমের জ্বালানি।
চেলোর প্রথম গোল, সুয়ারেজের খরা কাটল
ম্যাচের ২৯তম মিনিটে রেড বুলস ডিফেন্সে তৈরি হওয়া এক বিশৃঙ্খলায় রিবাউন্ড বল পেয়ে গোল করেন মার্সেলো ‘চেলো’ ওয়েইগান্ট। ফোর্ট লডারডেলের হয়ে এটি ছিল তার প্রথম গোল।
এর ঠিক ১০ মিনিট পর নিজের নাম স্কোরশিটে তুললেন লুইস সুয়ারেজ। টানা নয় ম্যাচ গোল না পাওয়া এই উরুগুইয়ান স্ট্রাইকার অবশেষে গোলের দেখা পেয়ে কিছুটা চাপ মুক্ত হলেন।
এক গোল খেয়েও ছন্দে বিঘ্ন ঘটেনি
৩৯তম মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় এক গোল শোধ করে নিউ ইয়র্ক রেড বুলস। এরিক চুপো-মোটিং বলটিকে সামান্য ছুঁয়ে জালে পাঠান, যদিও বলটি এর আগেই গোললাইন অতিক্রম করতে চলেছিল।
তবে এতে খুব একটা বিচলিত হয়নি ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে এসে তাদের সব দুশ্চিন্তা দূর করেন অধিনায়ক লিওনেল মেসি। চমৎকার একটি ওয়ান-টু পাসে প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে বাম পায়ের জোরালো শটে বল জালে জড়ান ‘লা পুলগা’। এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল—৪-১।
কঠিন বিদায়ের পর দুর্দান্ত প্রত্যাবর্তন
কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে হতাশাজনক বিদায়ের পর এই জয় মায়ামির জন্য দারুণ প্রত্যাবর্তনের বার্তা।
এখন মেসি-সুয়ারেজদের সামনে পরবর্তী চ্যালেঞ্জ ১০ মে, যখন তারা এমএলএসের আরেক ম্যাচে মিনেসোটা ইউনাইটেডের মাঠে নামবে।
এমএইচএম