তিনটি ঘরোয়া শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন লামিন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারের নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবেই থাকছেন তিনি।
মাত্র ১৫ বছর বয়সে ২০২৩ সালে বার্সার জার্সিতে অভিষেক হয় ইয়ামালের। এবার হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল, অ্যাসিস্ট দিয়েছেন ২৫টি। তার দুরন্ত নৈপুণ্যে বার্সা ঘরে তোলে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ—তিনটি বড় শিরোপা।
মঙ্গলবার ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে নতুন চুক্তিতে সই করেন ইয়ামাল। ক্লাব এক বিবৃতিতে জানায়,
"ইয়ামালের এই চুক্তি নবায়ন বার্সার প্রকল্পের স্থায়িত্বেরই প্রমাণ। বিশ্ব ফুটবলে তার আবির্ভাব ইতিহাসে বিরল ঘটনা। "
কাতালোনিয়ার উপকূলীয় শহর মাতারোর ছেলে ইয়ামাল এরই মধ্যে বার্সার ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এখন তার দখলে। ১১৫ ম্যাচে তার গোল সংখ্যা ২৫। একইসঙ্গে তিনিই ক্লাব ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন।
ইয়ামাল স্পেনের জাতীয় দলের হয়েও দারুণ নজর কাড়ছেন। এরইমধ্যে জাতীয় দলের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২৪ ইউরোতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেওয়া স্পেন দলেও ছিলেন এই বিস্ময়বালক।
লা মাসিয়ার ঘর থেকে উঠে আসা ইয়ামালের সঙ্গে তুলনা টানা হচ্ছে ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গেও।
সম্প্রতি বার্সা হেড কোচ হান্সি ফ্লিক এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার চুক্তিও নবায়ন করেছে।
এমএইচএম