ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

ফুটবল

রোনালদো সেরা, কাফু সবচেয়ে পেশাদার: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মে ২৭, ২০২৫
রোনালদো সেরা, কাফু সবচেয়ে পেশাদার: আনচেলত্তি ব্রাজিল ফুটবল প্রধানের সঙ্গে কার্লো আনচেলত্তি/সংগৃহীত ছবি

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নতুন অধ্যায় শুরু হয়েছে বেশ ব্যস্ততা দিয়েই। পরিচিতি পর্ব, প্রথম স্কোয়াড ঘোষণা, প্রেস কনফারেন্স, সাক্ষাৎকার—সব মিলিয়ে তার সময় কাটছে দম ফেলার ফুরসত না পেয়েই।

 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন তার কোচিং ক্যারিয়ারে ব্রাজিলিয়ান ফুটবলারদের সঙ্গে সম্পর্ক নিয়ে।

‘সেরা, সবচেয়ে পেশাদার, সবচেয়ে মজার...’

আনচেলত্তির মতে, তিনি যেসব ব্রাজিলিয়ান খেলোয়াড়কে কোচিং করিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে সেরা ছিলেন রোনালদো।

“কারিগরি দিক থেকে সে অসাধারণ ছিল। আর সে পৃথিবীর অন্যতম মজাদার মানুষও,” বলেন অ্যানচেলোত্তি। সবচেয়ে পেশাদার ছিলেন কাফু।

আর সবচেয়ে বেশি হাস্যরসিক?

আনচেলত্তি বলেন, “অনেকেই মজার, মিলিতাও আমাকে অনেক হাসায়, ভিনিসিয়ুসও। ভিনি খুবই নম্র একজন ছেলে। সেই নম্রতা তার ব্যক্তিত্বে দেখা যায়, এ কারণেই আমি তার ব্যাপারে এত ভালো বলি। ”

“ব্রাজিলিয়ান ফুটবলাররা অন্যদের তুলনায় কারিগরি দিক থেকে অনেক এগিয়ে। আর ব্যক্তিত্বের দিক থেকেও তারা শান্ত, সুষম এবং বিনয়ী। ”

সবশেষে তিনি একটি চমকপ্রদ তথ্য দেন—“আমি ক্যারিয়ারে মোট ৩৪ জন ব্রাজিলিয়ান ফুটবলারকে কোচিং করিয়েছি। তাদের মধ্যে কারো সঙ্গে কোনো সমস্যা হয়েছে কি না ভেবে দেখছি... না, হয়নি। হয়তো একজনের সঙ্গে হয়েছিল, তবে আমি নাম বলবো না,” বলে হেসে উড়িয়ে দেন অভিজ্ঞ কোচ।

এর আগে ব্রাজিলে নিজের প্রথম সংবাদ সম্মেলনে হেক্সা জয়ের মিশন নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমার সামনে বড় একটি চ্যালেঞ্জ। আমি আনন্দিত। আমি সবসময় ব্রাজিল দলের সঙ্গে একটি বিশেষ বন্ধন অনুভব করেছি। আমরা আবার ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে কাজ করব। বিশ্বের সেরা দলকে কোচিং করানো আমার জন্য গর্বের। ’

এদিকে সেলেসাওদের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার ব্যবধানে ব্রাজিলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করেছেন আনচেলত্তি।  

জুনের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দলে জায়গা হয়নি নেইমারের।

ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সৌজা 
রক্ষণ: সান্দ্রো, দানিলো, ওরতিজ, ওয়েসলি, আলেক্সান্দ্রো, বেরালদো, অগোস্তো, ভান্দারসন 
মধ্যমাঠ: আন্দ্রেস পেরেইরা, আন্দ্রি সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, এদেরসন, গারসোন  
আক্রমণ: আন্তোনি, এস্তেভো, মার্তিনেল্লি, মাথিয়াস কুনহা, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।