ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ভারত ম্যাচের হতাশা ভুলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, আগস্ট ২৪, ২০২৫
ভারত ম্যাচের হতাশা ভুলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে হার ভুলে জয়ের পথে ফিরেছে বাংলাদেশের কিশোরীরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে মাহবুবুর রহমান লিটুর দল।

শুরুর থেকেই বলের দখল নিয়ে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণভাগে চাপ তৈরি করে আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতিরা।

ম্যাচের প্রথম সুযোগ আসে ৬ মিনিটে। উম্মে কুলসুমের শটটি সহজেই ধরেন নেপালের গোলরক্ষক। পরের মিনিটেই গোলের সামনে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন আলপি ও প্রীতি।

১৪ মিনিটে প্রীতির নেওয়া প্লেসিং শটটি ফেরান গোললাইনেই দাঁড়ানো নেপালের কিপার। ৩৫ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মেরে হতাশ করেন প্রীতি। তবে ৪১ মিনিটে অবশেষে জট ভাঙেন থুইনুই মারমা। মামনি চাকমার বুদ্ধিদীপ্ত পাস থেকে পাওয়া বল নিখুঁত দক্ষতায় জালে পাঠান এই মিডফিল্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান সুরভী আকন্দ প্রীতি। প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে বল পাঠান ফাঁকা জালে।

দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলতে থাকে বাংলাদেশ। তবে একাধিক শট ফিরে আসে পোস্টে লেগে। ৫৫, ৭৯ ও যোগ করা সময়ে থুইনুই ও প্রীতির প্রচেষ্টা ব্যর্থ হয় পোস্টে লেগে।

শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় রিয়া দারুণভাবে গোলরক্ষককে পরাস্ত করে দলের তৃতীয় গোল নিশ্চিত করেন।

এই জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট আবারও নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের কিশোরীরা।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।