ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ব্রাজিলকে নিয়ে ইতিহাস গড়তে চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, অক্টোবর ১৩, ২০২৫
ব্রাজিলকে নিয়ে ইতিহাস গড়তে চান আনচেলত্তি সংগৃহীত ছবি

কোনো দেশই এখন পর্যন্ত বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিততে পারেনি। তবে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) জানালেন, জীবনে সবকিছুই প্রথমবার হয় এবং তিনি ব্রাজিলকে নিয়ে সেই ইতিহাসই গড়তে চান।

গত মে মাসে দায়িত্ব নিয়ে ছয় দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হন আনচেলত্তি। তার অধীনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে তাদেরই মাটিতে ৫-০ গোলে বিধ্বস্ত করে এসেছে সেলেসাওরা। আগামীকাল (মঙ্গলবার) টোকিওতে জাপানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিজের এবং দলের জন্য নতুন ইতিহাস তৈরির লক্ষ্যের কথা জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ব্রাজিল জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেওয়া, তাদের সেরা পারফরম্যান্স বের করে আনা এবং বিশ্বকাপ জেতা। এটা ঠিক যে কোনো বিদেশি কোচ বিশ্বকাপ জেতেনি, কিন্তু জীবনে তো সবকিছুরই একটা প্রথমবার থাকে। ’

তবে বিশ্বকাপে ব্রাজিলের বাছাইপর্বের পথটা সহজ ছিল না। দক্ষিণ আমেরিকান অঞ্চলের টেবিলের পঞ্চম স্থানে থেকে তাদের যোগ্যতা অর্জন করতে হয়েছে। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর তিতে পদত্যাগ করলে আনচেলত্তি তার পর চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব নেন।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলায় মুগ্ধ ফুটবল বিশ্ব। ১৮ বছর বয়সী তারকা এস্তেভাও জোড়া গোল করেন এবং রিয়াল মাদ্রিদের জুটি রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রও গোল পান। ভক্তরা ব্রাজিলের এই খেলাকে ‘জোগো বোনিতো’র প্রত্যাবর্তন বললেও আনচেলত্তির মতে, তার দলের শক্তি শুধু এটুকুই নয়। তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সুন্দর ফুটবল খেলার মান আছে, তবে দলগত খেলা এবং বল ছাড়া খেলোয়াড়দের দৌড়ও ফুটবলে খুব গুরুত্বপূর্ণ। ’

উরুর ইনজুরির কারণে এশিয়া সফরে দলের সঙ্গে নেই ৩৩ বছর বয়সী নেইমার। তবে আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি বলেন, ‘নেইমার ফিট থাকলে বিশ্বের যেকোনো দলেই খেলতে পারে এবং ব্রাজিল দলেও তার জন্য দরজা খোলা থাকবে। ’

অন্যদিকে, এশিয়া থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। যদিও তারা ব্রাজিলের বিপক্ষে খেলা ১৩ ম্যাচের একটিতেও জিততে পারেনি। ব্রাইটনের কাওরু মিতোমা এবং লিভারপুলের ওয়াতারু এন্ডোর মতো তারকাদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। জাপানের কোচ হাজিমে মরিয়াসু জানিয়েছেন, ব্রাজিলকে হারাতে পারলে তা তাদের বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস জোগাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।