ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

শেষ পর্যন্ত লড়াই করাই আমাদের দর্শন: কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, অক্টোবর ১৩, ২০২৫
শেষ পর্যন্ত লড়াই করাই আমাদের দর্শন: কাবরেরা ছবি: বাফুফে

আগামীকাল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম লেগে ঢাকায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল লাল-সবুজেরা।

সেই ম্যাচের হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছেন জামাল-হামজারা।

ম্যাচের আগের দিন হংকংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা জানান, দল প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। তার ভাষায়, ‘আমরা যথেষ্ট সময় নিয়েছি, বিশেষ করে খেলোয়াড়দের পুনরুদ্ধার এবং স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। প্রয়োজনীয় সব মিটিং সম্পন্ন হয়েছে। আজকের অনুশীলন এবং আগামীকালকের ম্যাচ নিয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত ও উদ্দীপ্ত। ’

কাবরেরা স্পষ্ট করে বলেন, এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের উদ্যম, আগ্রাসন এবং প্রতিযোগিতামূলক মনোভাব। পিছিয়ে পড়লেও ম্যাচে মনোযোগ হারায় না বাংলাদেশ দল, বরং শেষ পর্যন্ত লড়ে যায়। তিনি বলেন, ‘এই দলটির দর্শনই হলো শেষ পর্যন্ত লড়াই করা। আমরা সবসময় এ নিয়েই আলোচনা করি। আমাদের লক্ষ্য হলো প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করা এবং নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া। ’

প্রথম লেগে হারের পরও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কাবরেরা। পিছিয়ে থেকেও সমতায় ফেরার মানসিকতাকে তিনি দেখছেন ইতিবাচক দৃষ্টিতে, ‘প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি, বলের নিয়ন্ত্রণ রেখেছিলাম। হংকংয়ের শক্তি সম্পর্কে আমরা জানতাম এবং সেই অনুযায়ী পরিকল্পনা করেছিলাম। ’

গত ম্যাচে গোলরক্ষক মিতুল মারমা কিছু সমালোচনার মুখে পড়েছিলেন। তবে কাবরেরার মতে, তিনি ছিলেন দলের সেরা পারফর্মারদের একজন, ‘আমার মতে, পারফরম্যান্স বিচারে মিতুল ছিল সবার ওপরে। বল বিল্ড-আপে এবং আক্রমণ শুরুতে সে যেন একজন অতিরিক্ত খেলোয়াড়। গোলপোস্টে সে সবসময় নির্ভরযোগ্য। আমরা তার প্রতি সম্পূর্ণ আস্থাশীল। ’

হংকংয়ের পরিবেশ ও অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন উঠলেও কাবরেরা তা অজুহাত হিসেবে দেখছেন না। তার ভাষায়, ‘পরিবেশ নিখুঁত ছিল না, তবে আমাদের প্রস্তুতির জন্য যা দরকার ছিল, তা যথেষ্ট ছিল। এটা আমার কাছে বড় কোনো বিষয় নয়। আমরা পরিকল্পিত অনুশীলন করতে পেরেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

দ্বিতীয় লেগের এই ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী রাউন্ডে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই। কাবরেরা বলেন, ‘আমরা একই মানসিকতা ও লক্ষ্য নিয়ে মাঠে নামব। জানি, সামনে এগোতে হলে তিন পয়েন্ট পেতেই হবে। ’

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।