ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে মুখোমুখি বোয়াতেঙ্গ ভ্রাতৃদ্বয়

শামীম হোসেন ও কবির হোসেন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, জুন ২২, ২০১৪
বিশ্বকাপে মুখোমুখি বোয়াতেঙ্গ ভ্রাতৃদ্বয় ছবি: সংগৃহীত

কেভিন প্রিন্স বোয়াতেঙ্গ ও জেরম বোয়াতেঙ্গ। দুইজন ভাই ভাই।

একজন খেলছেন ঘানার হয়ে অন্যজন জার্মানির। ২০১০ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো তারা মুখোমুখি হন। ওটাই ছিল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের মাঠে নামা। সেবার জার্মানি ১-০ গোলে জয় পায়।

আজ আবারও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ২৮ তম ম্যাচে বোয়াতেঙ্গ ভ্রাতৃদ্বয় মুখোমুখি হয়েছেন। এবারের বিশ্বকাপে দুই ভাইয়ের মুখোমুখি অবস্থান এটাই প্রথম।

৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার জেরম বোয়াতেঙ্গ খেলছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ডিফেন্ডার হিসেবে। আর ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার কেভিন প্রিন্স বোয়াতেঙ্গ খেলেছেন শেলকে ০২’এ মিডফিল্ডার হিসেবে।

বয়সে এক বছরের ছোটবড় এই দুইভাইয়ের জন্ম পশ্চিম জার্মানিতে। তাদের মা জার্মান ও বাবা ঘানার বংশোদ্ভূত।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।