ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্লোসার গোলে সমতায় জার্মানি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জুন ২২, ২০১৪
ক্লোসার গোলে সমতায় জার্মানি

ঢাকা: বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই দলকে সমতায় ফেরালেন জার্মানির তারকা খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা (১১)।

এর আগে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মারিও গোটজে (১৯)।

এরপর পাল্টা আক্রমণে ৫৪ মিনিটে ঘানার আন্ড্রে আইউ হেড থেকে চমৎকার এক গোল করে দলমে সমতায় ফেরান। কিন্তু কয়েক মিনিট পরেই দুর্দান্ত আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন ঘানার আসামোয় গায়ান (৩)।

ক্লোসার এ গোলের ফলে বিশ্বকাপের ব্রাজিলের রোনাল্ডোর সঙ্গেও ১৫-১৫ গোলের সমতা হলো তার।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমার্ধে গোলের স্বাদ পেতে দেয়নি ঘানা।

‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের ফোর্তালেজায় রাত একটায় মুখোমুখি হয়েছে এ দু’দল।

প্রথমার্ধে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ঘানার। আতশুর জোড়ালো শট ঠেকিয়ে দেন জার্মানির গোল রক্ষক ম্যানুয়েল ন্যূয়ের।

২১ মিনিটে গোলের একটি সহজ সুযোগ নষ্ট করেন আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান থমাস মুলার। ওজিলের ক্রস থেকে গোলবারের সামনে বল পেলে নিজের পায়েই বল জড়িয়ে গোলের দেখা পান নি মুলার।

৩০ মিনিটের মাথায় ঘানার মুনতারির একটি শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দলকে রক্ষা করেন চীনের প্রাচীর হয়ে থাকা জার্মানির গোলরক্ষক ন্যূয়ের।

ম্যাচের ৪১ মিনিটে মুলারের আরেকটি শট ব্যর্থ হলে গোলশূন্য শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে জার্মানি ৪-০ গোলে পর্তুগালকে হারিয়েছিল। আর যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরেছিল ঘানা।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।