ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

গোল না দেওয়ায় রেফারিকে হত্যার হুমকি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
গোল না দেওয়ায় রেফারিকে হত্যার হুমকি ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত অফসাইড নামক রেফারির ‘ভুল’ সিদ্ধান্তে তা বাতিল হয়।

আবার বিপক্ষ দলের গোল অফসাইড হলেও বাজেনি রেফারির বাঁশি। আর তাতে কপাল পোড়ে দলটির।

গত ২১ জুন নাইজেরিয়া-বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার ম্যাচে ১-০ গোলে জয় পায় নাইজেরিয়া। ওই ম্যাচে বসনিয়ার ইডেন জেকোর গোল অফসাইডের সিদ্ধান্তে বাতিল করে দেন নিউজিল্যান্ডের রেফারি পিটার ও’লেইরি।

আবার ম্যাচে নাইজেরিয়ার জয়সূচক গোলটি অফসাইডের মাধ্যমে হলেও রেফারি ও’লেইরির অসতর্কতায় তাতে বাঁশি বাজানো হয়নি।

ওই ম্যাচ হারের পর এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বসনিয়ার।

এ ঘটনার পর বসনিয়ার এক সমর্থক ও’লেইরিকে ফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

এ ঘটনার পর ওই ব্যক্তিকে খুঁজে বের করতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলেও সংবাদ মাধ্যম জানায়।

এদিকে, ম্যাচ শেষে নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ট ইনিয়েমার সঙ্গে ও’লেইরিকে বেশ হাস্যরসাত্মক ভঙ্গিতে থাকতে দেখা যায়। এটা ধরা পড়ে আলোকচিত্রীদের ক্যামেরায়।

এ বিষয়ে বসনিয়ার খেলোয়াড় জোকো বলেন, রেফারির ভূমিকা ছিল ‘লজ্জাজনক’। আমরা ম্যাচটিতে জয়লাভ করতে পারতাম। আমরা বাড়ি ফিরে যাচ্ছি। রেফারিকেও যাওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।